Category Archives: News

28Oct/25

আমাদের বিদ্যালয়থেকে একটি শিক্ষামূলক ভ্রমনের আয়োজন

আসসালামু আলাইকুম, 🫳

💫 এতদ্বারা সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে, আগামী ১৪ / ১১ / ২০২৫ ( শুক্রবার) অর্থাৎ শিশু দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের বিদ্যালয় 🏩 থেকে একটি শিক্ষামূলক ভ্রমনের আয়োজন করা হয়েছে।

♻️ ভ্রমণের স্থান :- নদীয়া জেলার বেথুয়াডহরি অভয়ারণ্য🐊🐐🦚 এবং ঐতিহাসিক পলাশীর ⚔️ প্রান্তর।
💸ভ্রমণের প্রবেশ মূল্য :- প্রতি ছাত্র মাথাপিছু ৫০০ ( পাঁচশত) টাকা মাত্র।
🚎 যাতায়াতের জন্য বাস ভাড়া করা হয়েছে । বাস ছাড়িবার স্থান বিদ্যালয় প্রাঙ্গণ সকাল সাত ⏰ ঘটিকায়।
পলাশীর প্রান্তরে একটি বনভোজনের 🍽️🍚 আয়োজন করা হয়েছে।
অভয়ারণ্যে প্রবেশের জন্য ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস সহ আই কার্ড 🎀পড়ে যাওয়া বাধ্যতামূলক।
যে সমস্ত ছাত্র-ছাত্রী এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যত শীঘ্র সম্ভব যেন তাদের প্রবেশ মূল্য সুরভী ও সামসুন ম্যামের কাছে জমা করে নাম নথিভুক্ত করে। কেননা বাসের সিট সংখ্যা সীমিত (৫০টি), তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগে নাম নথিভুক্ত করবে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যদি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয় তবে আর একটি বাসের ব্যবস্থা করা হবে। যারা যেতে আগ্রহী তারা যেন অবশ্যই আগে নাম নথিভুক্ত করে। নাম নথিভুক্ত করার শেষ তারিখ ০৫/১১/২০২৫ অর্থাৎ বুধবার। এরপর আর কোনভাবেই নাম নথিভুক্ত করা যাবে না।

23Sep/25

অভিভাবক সভা,ট্যালেন্ট সার্চ পরীক্ষা,পূজোর ছুটি,

এতদ্বারা সকল অভিভাবক অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে, আগামী রবিবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে। আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের অ্যাডমিড কার্ড আজ দেওয়া হল। সকলে আগামী রবিবার(২৮/০৯/২০২৫ সঠিক সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবে।

আরো জানানো যাচ্ছে আগামী ২৫/০৯/২০২৫ (বৃহস্পতিবার) একটি অভিভাবক সভার আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পল্লী কবি জসিমউদ্দিন সাংস্কৃত মঞ্চে। উক্ত সভায় সকল অভিভাবক অভিভাবিকাগনকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।


আমাদের বিদ্যালয়ের পূজোর ছুটি শুরু হচ্ছে ২৯/০৯/২০২৫ (রবিবার) থেকে ০৬-১০ ২০২৫ সোমবার পর্যন্ত। ০৭-১০ ২০২৫ মঙ্গলবার যথাসময়ে বিদ্যালয়ের পঠণ- পাঠন পুনরায় শুরু হবে। বিদ্যালয় থেকে নার্সারি আপার নার্সারি এবং প্রথম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের পূজোর ছুটির কাজ দেওয়া হবে বাড়িতে করানোর জন্য। ছুটির সময় বাড়িতে বসে কাজগুলো করে বিদ্যালয় খোলার পর সেগুলো অফিসে জমা দিতে হবে।

08Sep/25

তদ্বারা সকল অভিভাবক অভিভাবিকা গণকে জানানো যাচ্ছে যে যাদের ছাত্র-ছাত্রী ডে বোডিং এবং আবাসিকে পড়ে তাদের টিফিন খাওয়ানো হবে আগামীকাল থেকে সকাল নটার সময়।বোর্ডিংয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল পাঠানোর সময় পয়সা দিয়ে পাঠাবেন না।

21Aug/25

দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলাফল – ২০২৫

এতদ্বারা সমস্ত অভিভাবক অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে আগামী২৮/০৮/২০২৫ তারিখ বৃহস্পতিবার খাতা দেখানো হবে। এবং ৩০/০৮/২০২৫ তারিখ শনিবার দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ফল প্রকাশিত হবে। তাই আপনারা আগামী ২৮ তারিখ বৃহস্পতিবার সকাল ন’টায় অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ বাচ্চার খাতা দেখে যাবে।

08May/25

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন – ২০২৫

আসসালামু আলাইকুম, স্নেহের ছাত্র-ছাত্রী, সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে, আগামী শুক্রবার (৯/৫/২৫) তারিখে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে এবং (১০/৫/২৫) তারিখে অর্থাৎ শনিবার যথারীতিভাবে পুনরায় বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হবে। আদেশ অনুসারে স্কুল কর্তৃপক্ষ

28Nov/24

বাৎসরিক পরীক্ষা – 2014

এতদ্বারা সমস্ত অভিভাবক/ অভিভাবিকাগনকে জানানো যাচ্ছে যে, আগামী ০২/১২/২৪ তারিখ থেকে আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। ২৮/১১/২৪ থেকে ৩০/১১/২৪ তারিখ পর্যন্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অতএব আপনারা পূর্বের সমস্ত বকেয়া পরিশোধ করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন।

01Oct/24

গান্ধী জয়ন্তী-2024

এতদ্বারা সকল অভিভাবক ও অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে আগামী ০২/১০/২০২৪ (বুধবার) গান্ধী জয়ন্তী উপলক্ষে আমাদের স্কুল বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ০৩/১০/২০২৪ থেকে যথারীতিভাবে স্কুল চালু থাকবে।

26Sep/24

ট্যালেন্ট সার্চ পরীক্ষা-2024

এতদ্বারা সকল অভিভাবক/ অভিভাবিকা গণকে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ /৯/২০২৪ (রবিবার) তারিখ ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায়। সময় ১২ টা থেকে দুপুর ২ টো। আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল তাদের এডমিট কার্ড আজকে দেওয়া হলো তারা যেন তাদের অভিভাবক সহ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়।
আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা সেখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন আপনাদেরকে পরীক্ষা হলের বাইরে সহযোগিতা করার জন্য।

14Sep/24

দ্বিতীয় পার্বিক মূল্যায়নের খাতা দেখানো

এতদ্বারা বিদ্যালয়ের সমস্ত অভিভাবক/ অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৯/২০২৪ সোমবার থেকে ১৭/০৯/২০২৪ মঙ্গলবার পর্যন্ত ফাতেহা দোয়াজ দাহাম ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকবে । আগামী ১৮/০৯/২৪ বুধবার বিদ্যালয খোলা হবে আরও জানানো যাচ্ছে যে আমাদের স্কুল ডায়েরিতে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের খাতা দেখানোর তারিখ ১৬/০৯/২৪ সোমবার উল্লেখ করা আছে তার পরিবর্তে খাতা দেখানো হবে ১৮/০৯/২০২৪ বুধবার i