মহাশয়/মহাশয়,
আশা করি আপনি ভালো আছেন। আপনাদের আন্তরিক সহযোগিতার হাত ধরে 2019 সালে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান আল-আকসা পাবলিক স্কুল প্রতিষ্ঠা ও পঠন পাঠন শুরু হয়। যদিও করোনা কালে পঠন পাঠন কিছুটা হলেও ইস্তমিত হয়ে পড়ে, তবুও সেটাকে জয় করতে আমরা আন্তরিকভাবে উদ্যোগী হই এবং লড়াই শুরু করি এবং ভালো ফলও পাই।
যাইহোক , আমাদের সফলতা এ বছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রাইমারি পর্যন্ত অনুমোদন এবং আগামী বছরে আমরা আবাসিক ও ডে-আবাসিক হিসেবে কাজ করতে চলেছি। তাই আমাদের উদ্যোগকে সফল করতে আপনার মূল্যবান মতামত , পরামর্শ ও আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন অনুভব করছি।
এই মর্মে আগামী ২০-১১- ২০২২ রবিবার , সময় সকাল দশটা থেকে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থান- বিদ্যালয়ের পল্লীকবি জসীমউদ্দীন মঞ্চ। উক্ত সভায় আপনার সাদর আমন্ত্রণ রইল।