এতদ্বারা সমস্ত অভিভাবক/ অভিভাবিকাগনকে জানানো যাচ্ছে যে, আগামী ০২/১২/২৪ তারিখ থেকে আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। ২৮/১১/২৪ থেকে ৩০/১১/২৪ তারিখ পর্যন্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অতএব আপনারা পূর্বের সমস্ত বকেয়া পরিশোধ করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন।
All posts by TARIKUL RAHAMAN
গান্ধী জয়ন্তী-2024
এতদ্বারা সকল অভিভাবক ও অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে আগামী ০২/১০/২০২৪ (বুধবার) গান্ধী জয়ন্তী উপলক্ষে আমাদের স্কুল বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ০৩/১০/২০২৪ থেকে যথারীতিভাবে স্কুল চালু থাকবে।
ট্যালেন্ট সার্চ পরীক্ষা-2024
এতদ্বারা সকল অভিভাবক/ অভিভাবিকা গণকে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ /৯/২০২৪ (রবিবার) তারিখ ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায়। সময় ১২ টা থেকে দুপুর ২ টো। আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল তাদের এডমিট কার্ড আজকে দেওয়া হলো তারা যেন তাদের অভিভাবক সহ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়।
আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা সেখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন আপনাদেরকে পরীক্ষা হলের বাইরে সহযোগিতা করার জন্য।
দ্বিতীয় পার্বিক মূল্যায়নের খাতা দেখানো
এতদ্বারা বিদ্যালয়ের সমস্ত অভিভাবক/ অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৯/২০২৪ সোমবার থেকে ১৭/০৯/২০২৪ মঙ্গলবার পর্যন্ত ফাতেহা দোয়াজ দাহাম ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকবে । আগামী ১৮/০৯/২৪ বুধবার বিদ্যালয খোলা হবে আরও জানানো যাচ্ছে যে আমাদের স্কুল ডায়েরিতে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের খাতা দেখানোর তারিখ ১৬/০৯/২৪ সোমবার উল্লেখ করা আছে তার পরিবর্তে খাতা দেখানো হবে ১৮/০৯/২০২৪ বুধবার i
পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও ঈদ উপলক্ষে ছুটি
এতদ্বারা সমস্ত অভিভাবক অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে, তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যে হিন্দি পরীক্ষাটি ১০/৪/২৪ তারিখ বুধবার হওয়ার কথা ছিল সেটি বাতিল করে ৯/৪/২৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার নেওয়া হবে। আরো জানানো যাচ্ছে যে, ঈদের জন্য ১০/৪/২৪-১৪/৪/২৪ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের পঠন -পাঠন বন্ধ থাকবে এবং১৫/৪/২৪ তারিখে বিদ্যালয়ের পঠন -পাঠন যথারীতি আরম্ভ হবে।
দ্বিতীয় পার্বিক পরীক্ষার ফলাফল-2023
আজ আমাদের বিদ্যালয়ে দ্বিতীয় পার্বিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো