একটি উন্নতমানের আধুনিক শিক্ষা উপাদানে সজ্জিত। CCTV ক্যামেরার আওতাভুক্ত বাংলা মাধ্যম স্কুল। মাধ্যম মাতৃভাষা (বাংলা) হলেও ইংরেজি, আরবী ও হিন্দি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং তৃতীয় শ্রেণী থেকে Computer শেখােনা হয়। প্রকৃতির সান্নিধ্যে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনই আমাদের লক্ষ্য।
অত্যাধুনিক, কম্পিউটার, মােবাইল-রােবটের যুগে প্রকৃত মানবতাবােধ জাগ্রত করার শিক্ষা ব্যবস্থার অভাব লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে সামাজিক অবক্ষয়ের কারণে মানবজাতি ধীরে ধীরে ধ অতলতলে তলিয়ে যাচ্ছে। মানবতাবােধ জাগ্রত হলে, হিংসা-দ্বেষ, বিভেদ বৈষম্য ভুলে সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে সম্ভাব্য-সম্প্রীতির বাতাবরণ গড়ে উঠবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে যাতে এই মানবতাবােধ জাগ্রত হয়, তার জন্য শিশু শ্রেণী থেকেই ধীরে ধীরে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে গড়ে তুলতে হবে। এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে কল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আল-আকসা। পাবলিক স্কুল বদ্ধপরিকর।
আশারাখি, আপনাদের সাহায্য ও সহযােগিতা নিয়ে আপনাদের শিশুর যথাযথভাবে দ্বায়িত্ব পালন করতে পারব। এই দ্বায়বদ্ধতা নিয়েই আল-আকসা পাবলিক স্কুল- এর পথচলা শুরু করেছে।