আসসালামু আলাইকুম, 🫳
💫 এতদ্বারা সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে, আগামী ১৪ / ১১ / ২০২৫ ( শুক্রবার) অর্থাৎ শিশু দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের বিদ্যালয় 🏩 থেকে একটি শিক্ষামূলক ভ্রমনের আয়োজন করা হয়েছে।
♻️ ভ্রমণের স্থান :- নদীয়া জেলার বেথুয়াডহরি অভয়ারণ্য🐊🐐🦚 এবং ঐতিহাসিক পলাশীর ⚔️ প্রান্তর।
💸ভ্রমণের প্রবেশ মূল্য :- প্রতি ছাত্র মাথাপিছু ৫০০ ( পাঁচশত) টাকা মাত্র।
🚎 যাতায়াতের জন্য বাস ভাড়া করা হয়েছে । বাস ছাড়িবার স্থান বিদ্যালয় প্রাঙ্গণ সকাল সাত ⏰ ঘটিকায়।
পলাশীর প্রান্তরে একটি বনভোজনের 🍽️🍚 আয়োজন করা হয়েছে।
অভয়ারণ্যে প্রবেশের জন্য ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস সহ আই কার্ড 🎀পড়ে যাওয়া বাধ্যতামূলক।
যে সমস্ত ছাত্র-ছাত্রী এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যত শীঘ্র সম্ভব যেন তাদের প্রবেশ মূল্য সুরভী ও সামসুন ম্যামের কাছে জমা করে নাম নথিভুক্ত করে। কেননা বাসের সিট সংখ্যা সীমিত (৫০টি), তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগে নাম নথিভুক্ত করবে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যদি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয় তবে আর একটি বাসের ব্যবস্থা করা হবে। যারা যেতে আগ্রহী তারা যেন অবশ্যই আগে নাম নথিভুক্ত করে। নাম নথিভুক্ত করার শেষ তারিখ ০৫/১১/২০২৫ অর্থাৎ বুধবার। এরপর আর কোনভাবেই নাম নথিভুক্ত করা যাবে না।
