Daily Archives: September 23, 2025

23Sep/25

অভিভাবক সভা,ট্যালেন্ট সার্চ পরীক্ষা,পূজোর ছুটি,

এতদ্বারা সকল অভিভাবক অভিভাবিকা গনকে জানানো যাচ্ছে যে, আগামী রবিবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে। আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের অ্যাডমিড কার্ড আজ দেওয়া হল। সকলে আগামী রবিবার(২৮/০৯/২০২৫ সঠিক সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবে।

আরো জানানো যাচ্ছে আগামী ২৫/০৯/২০২৫ (বৃহস্পতিবার) একটি অভিভাবক সভার আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পল্লী কবি জসিমউদ্দিন সাংস্কৃত মঞ্চে। উক্ত সভায় সকল অভিভাবক অভিভাবিকাগনকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।


আমাদের বিদ্যালয়ের পূজোর ছুটি শুরু হচ্ছে ২৯/০৯/২০২৫ (রবিবার) থেকে ০৬-১০ ২০২৫ সোমবার পর্যন্ত। ০৭-১০ ২০২৫ মঙ্গলবার যথাসময়ে বিদ্যালয়ের পঠণ- পাঠন পুনরায় শুরু হবে। বিদ্যালয় থেকে নার্সারি আপার নার্সারি এবং প্রথম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের পূজোর ছুটির কাজ দেওয়া হবে বাড়িতে করানোর জন্য। ছুটির সময় বাড়িতে বসে কাজগুলো করে বিদ্যালয় খোলার পর সেগুলো অফিসে জমা দিতে হবে।