Daily Archives: May 25, 2023

25May/23

গ্রীষ্মকালীন ছুটির সময়সূচী ২০২৩

এতদ্বারা আল-আকসা পাবলিক স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা গণকে জানানো যাচ্ছে যে প্রচন্ড রোদ্রের তাপ প্রবাহের কারণে এলাকার আবহাওয়া খুব খারাপ পর্যায়ে । বাচ্চাদের নিকট অতি কষ্টের যা সহনশীল নয়। এই প্রতিকূল আবহাওয়াকে সামনে রেখে আগামী ২৬/৫/২০২৩ শুক্রবার থেকে ০৩/০৬/২০২৩ শনিবার পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে । সুতরাং আগামী ৫/৬/২০২৩ সোমবার পুনরায় বিদ্যালয়ের পঠন পাঠান আরম্ভ হবে।
বিশেষ দ্রষ্টব্য:-
১) ছুটিকালীন বাচ্চাকে দুপুরবেলা বাড়ির বাইরে বের হতে দিবেন না।
২) প্যাকেট জাতীয় দোকানের খাবার দিবেন না।
৩) দোকানের ঠান্ডা পানীয় যেমন – কোকোকোলা ,স্পাইট, পেপসি ,গোলা খেতে দিবেন না।
৪) বাড়িতে লেবু জল তৈরি করে খাওয়াবেন।